যোগাযোগ

মানচিত্রে কৈবল্যধাম চট্টগ্রাম

শ্রীশ্রী কৈবল্যধাম ‘কৈবল্যধাম’ রেলস্টেশনের খুবই নিকটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কৈবল্যধাম মূল সড়ক থেকে আনুমানিক দূরত্ব ২০০ শত গজ। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে কৈবল্যধাম-এর দূরত্ব প্রায় ৩৫০ কি.মি.। প্রতিদিন ঢাকার মূল বাসস্টেশন সায়েদাবাদ থেকে এ.সি. ও নন এ.সি. প্রচুর গাড়ি দিনরাত চলাচল করে এবং প্রায় ৬ থেকে ৭ ঘন্টায় আপনি কৈবল্যধাম (এ. কে. খান মোড়) এসে পৌঁছাতে পারবেন। এছাড়াও ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে আপনি সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমন হিসাবে ট্রেনসার্ভিস/ রেলওয়ে কে বেছে নিতে পারেন। এইসব রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল, বিকাল এবং রাতে কিছু ট্রেন নিয়মিত চলাচল করে। আকাশ পথেও বিভিন্ন অভ্যন্তরীণ বিমান ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করছে।


ERROR: It had not been possible to open the file. Review your name and your permissions.