ভূমিকা

“গুরোর্ব্বচঃ সত্যমসত্যমন্যৎ”

মাত্র কয়েক বৎসর পূর্ব্বে ‘বেদবাণী’র দ্বিতীয় খণ্ড প্রথম প্রকাশিত হয়। ইতিমধ্যেই ইহা সম্পূর্ণ নিঃশেষিত হওয়াতে বিশেষ আনন্দ হইতেছে যে, বর্তমান বস্তুতান্ত্রিক যুগেও এরূপ পুস্তকের যথেষ্ট সমাদর আছে। শ্রীশ্রীঠাকুরের আশ্রিতগণের যে এবিষয়ে আগ্রহ থাকিবে তাহা সহজেই বুঝিতে পারা যায়; তবে এ সম্পর্কে অপরাপর পাঠকবর্গের আগ্রহও বিশেষভাবে লক্ষ্য করিবার বিষয়। বস্তুতঃ তাহাতেই অধিক আনন্দের সঞ্চার হইতেছে।

তবে এই দ্বিতীয় সংস্করণ প্রকাশের সময় একটি গভীর মনোবেদনাও অনুভব করিতেছি। ‘বেদবাণী’ সম্পাদক শ্রীযুক্ত ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় বিগত ১৩ই নভেম্বর, ১৯৫৬ ইং (২৭শে কার্ত্তিক, ১৩৬৩ বাং) রাত্রি ১ ঘটিকার অব্যবহিত পরে চিরআরাধ্য শ্রীশ্রীঠাকুরের নাম উচ্চারণ করিতে করিতে মহাপ্রয়াণ করেন। তাঁহার নিকট আমাদের ঋণ অপরিশোধনীয়। তাঁহার বিরহে কাতর হইয়াও আমরা এই বলিয়া সান্ত্বনা লাভ করিতেছি যে, শ্রীশ্রীঠাকুরের ইচ্ছায়ই সকল ঘটিতেছে, তাঁহার ইচ্ছাই পূর্ণ হউক।