পূজা-পাঠ ও বাৎসরিক উৎসব

শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমে সর্বপ্রধান লক্ষ্য ও কর্তব্য হলো শ্রীশ্রী কৈবল্যনাথের নিয়মিত সেবা এবং পূজার আয়োজন করা। প্রতিদিনকার পূজা-পাঠ শুরু হয় ভোর ৪-টা’র সময় মঙ্গলারতির মাধ্যমে। এরপর সকাল ১০ ঘটিকায় সেবা পূজা শুরু হয়ে দুপুর ১২ ঘটিকার মধ্যে শেষ হয়। এর মধ্যে শ্রীশ্রী ঠাকুরের উদ্দেশ্যে রাজভোগ নিবেদন করা হয়। সন্ধ্যায় শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা শেষে, রাত্রি ৮/৯ ঘটিকায় শয়ন।

শ্রীশ্রী কৈবল্যধামে কয়েকটি বিশেষ দিন বা তিথি বিশেষ উদ্দীপনা, ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে উদযাপন করার ঐতিহ্য সুপ্রতিষ্ঠিত। চট্টগ্রামের প্রধান ধামে বাংলা নব বর্ষ ও দূর্গা পূজা অত্যন্ত সাড়ম্বরে পালন করা হয়ে থাকে। এই উত্সবে দেশ বিদেশ থেকে হাজার হাজার ভক্ত যোগদান করে থাকেন। এ ছাড়াও অন্যান্য ধাম ও আশ্রমে যে সব উত্সব পালন করে থাকে তা হলো –

বাৎসরিক উৎসব:
বাংলা নব-বর্ষের উদযাপন
শরতে শারদীয় দুর্গোৎসব পালন
ঠাকুরের জন্মবার্ষিকী
ঠাকুরের তিরোধান দিবস
শ্রীধামের প্রতিষ্ঠাবার্ষিকী
মোহান্ত মহারাজদের স্মরণ তিথি
দোলপূর্ণিমা
অক্ষয় তৃতীয়া
গুরুপূর্ণিমা