যোগাযোগ

মানচিত্রে কৈবল্যধাম চট্টগ্রাম

শ্রীশ্রী কৈবল্যধাম ‘কৈবল্যধাম’ রেলস্টেশনের খুবই নিকটে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন কৈবল্যধাম মূল সড়ক থেকে আনুমানিক দূরত্ব ২০০ শত গজ। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে সড়ক পথে কৈবল্যধাম-এর দূরত্ব প্রায় ৩৫০ কি.মি.। প্রতিদিন ঢাকার মূল বাসস্টেশন সায়েদাবাদ থেকে এ.সি. ও নন এ.সি. প্রচুর গাড়ি দিনরাত চলাচল করে এবং প্রায় ৬ থেকে ৭ ঘন্টায় আপনি কৈবল্যধাম (এ. কে. খান মোড়) এসে পৌঁছাতে পারবেন। এছাড়াও ঢাকার কমলাপুর ও বিমানবন্দর রেল স্টেশন থেকে আপনি সবচেয়ে নিরাপদ এবং আরামদায়ক ভ্রমন হিসাবে ট্রেনসার্ভিস/ রেলওয়ে কে বেছে নিতে পারেন। এইসব রেল স্টেশন থেকে প্রতিদিন সকাল, বিকাল এবং রাতে কিছু ট্রেন নিয়মিত চলাচল করে। আকাশ পথেও বিভিন্ন অভ্যন্তরীণ বিমান ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে চলাচল করছে।