শ্রীশ্রী কৈবল্যধাম আশ্রমের নাট মন্দিরের পাহাড়ের পাদদেশে কৈবল্যশক্তি’র সংলগ্ন এবং কৈবল্যকুণ্ড এর পাড়ে এই গয়াঘর অবস্থিত। ভক্তদের সুবিধার্থে শ্রাদ্ধকর্ম ঠিক ভাবে পালন করার নিমিত্তে শ্রীশ্রী ঠাকুর এর নির্দেশে এই গয়াঘর প্রতিষ্ঠা করা হয়। শ্রীশ্রী ঠাকুর বলেছেন, এইখানে শ্রাদ্ধকর্ম করলে ভক্তগণ গয়া (ভারত) এর সমান সুবিধা পাবেন। এই গয়াঘরে শ্রীশ্রী ঠাকুরের খোদাই করা পায়ের চিহ্ন সংরক্ষিত আছে।